এই ৪৫ দিনের কোর্সে আপনি নিজেকে অনুধাবন করতে পারবেন, একদম শুন্য থেকে শুরু করে একজন এস ই ও এক্সপার্ট হওয়ার পুর্ন গাইডলাইন দেওয়া থাকবে এইখানে , শুধু তাই নয় আপনি শিখবেন প্রফেশনাল ক্লাইন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। যা আপনাকে একজন সফল ফ্রিলান্সার হিসেবে সমাজে মাথা উচু করে দাড়াতে সাহায্য করবে।
আমি হৃদয় চোধুরী , একজন Top Rated SEO Expert , গত ৫ বছরে কাজ করেছি ২০০০+ ওয়েবসাইটের জন্য। বর্তমান Upwork, Fiverr এ পার্টটাইম ফ্রিলান্স্যার হিসেবে কাজ করছি । পাশাপাশি কানাডার এড এজেন্সির (Gestion Immobilaria Entrepreneur général) Marketing Head হিসেবে নিয়োজিত আছি।
Page Content এবং Post Content লিখার নিয়ম
Content কেন King
On-Page SEO কী কেন কিভাবে করতে হবে?
On-Page SEO Plugins
On-Page SEO for WordPress Website
GMB and Local Citation
এবার আসা যাক আসল কাজে , আমি আপনাদের SEO নিয়ে ক্লাইন্ট এর করা প্রতিটা প্রশ্ন বলে দিব এবং তার উত্তর দিয়ে দিবো যেন আপনারা ইংরেজীতে উত্তর দিতে পারেন
আর তাছাড়া কিভাবে ইংরেজী স্কিল বাড়াবেন তা ও বলে দিবো।
SEO তে কিভাবে নিজেকে আপডেট রাখবেন।
বিদায় সংবর্ধনা
ক্লাস ০ ১- ক্লাস ০৬ পর্যন্ত যা শিখলেন তার উপর এসাইনমেন্ট হবে , আমি নিজে এসাইনমেন্ট চেক করে ভুল গুলো ধরিয়ে দেব যেন ক্লাইন্ট এর কাজ করতে আর কোন ভয় থাকেনা।
On-Page SEO নিয়ে এসাইনমেন্ট থাকবে এবং আপনারা এসাইনমেন্ট করবেন , আমি চেক করে ভুল ধরিয়ে দেব, যাতে যেকোন ক্লাইন্ট এর জন্য নির্ধিদায় কাজ করতে পারেন
Competitor Analysis, On-Page Report, and Technical SEO Report
20 টা ব্যাকলিংকস করার জন্য দেওয়া হবে এবং প্রতিটা লিংক আমি নিজ হাতে চেক করবো।
Local SEO Report Sheet রেডি করে দিবেন আমি চেক করে দিবো।
Competitor Analysis, On-Page Report, and Technical SEO Repor
আমি র্যাংক করছি এমন ৫টা ওয়েবসাইট এর রিপোর্ট শীট দেওয়া হবে যেন আপনারা ওয়ার্ক সেম্পল হিসেবে দেখাতে পারেন। আর নিশ্চিত থাকেন আর সবার থেকে এই বিষয়ে আপনারা এগিয়ে থাকবেন।
কাভার লেটার সেম্পল/ বায়ার রিকোয়েস্ট টেম্পলেট দেয়া হবে যেন আপনার সহজে বায়ার কে হোক করতে পারেন।
৫০০+ ব্যাকলিংক্স লিস্ট দেওয়া হবে , যা আপনাদের সারাজীবন কাজে লাগবে
বায়ার প্রশ্ন করে এমন একটা লিস্ট দেওয়া হবে যেন আপনারা ভয় না পেয়ে সহজে উত্তর দিতে পারেন।
যেহেতু আপনাদের মাত্র ৪৫ দিনের ঝার্নি আমার সাথে আপনাদের প্রতিদিন ক্লাস থাকবে , শনি-বুধ বার ক্লাস বৃহঃবার আপনাদের এসাইনমেন্ট থাকবে আর শুক্রবার আমাকে লাইভ পাবেন Youtube এ।
SEO এর সম্পর্কে বাস্তব উদাহরন দিয়ে, মনের মধ্যে SEO এর একটা রোড ম্যাপ গেথে দেওয়া হবে, যেন আগামীতে SEO এর সব কিছু বুঝতে কোন সমস্যা না হয়। এস ই ও শিখে কি করতে পারবে আর কেন করতে পারবে তা বুঝিয়ে দেওয়া হবে , কোন পেইড টুলস ছাড়া ও কিভাবে ক্লাইন্ট এর কাজ করতে পারবো সব শিখিয়ে পড়িয়ে বুঝিয়ে দেওয়া হবে।
আমি ছাড়াও তিনজন আমার প্রথম ব্যাচের স্টুডেন্ট সবসময় রেডি থাকবে সাপোর্ট এর জন্য আর হ্যা আমি যতদিন বেচে আছি আপনারা আমার স্টুডেন্ট আর আপনাদের সাপোর্ট দেওয়ার দায়িত্ব আমার একান্ত আমার।